অবতক খবর: ‘দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই’। ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূল সাংসদ নুসরত জাহানের। যদি ‘আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে যা বলবেন তাই করব’, পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিনেত্রী।বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন নুসরত।

মঙ্গলবার শুভেন্দুও অভিযোগ করেছিলেন, বসিরহাটের তৃণমূল সাংসদ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে সাংসদ নিজে এক কোটি ৫৫ লক্ষ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন।বুধবার গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিনেত্রী সাংসদ৷ নুসরতের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন৷ উক্ত সংস্থার থেকে বাড়ি কেনার জন্য তিনি ঋণ নিয়েছিলেন বটে, তবে গোটা টাকাই সুদ সমেত ফেরতও দিয়ে দিয়েছিলেন৷ তা-ও বহু আগেই৷

সাংবাদিক বৈঠকে বসিরহাটের তৃণমূল সাংসদ আরও দাবি করেন, ‘‘যে কোম্পানির নামে অভিযোগ উঠেছে, ওই কোম্পানির সাথে আমি জড়িত ছিলাম না৷ সেই কোম্পানি থেকে আমি মার্চ ১, ২০১৭ সালে ইস্তফা দিই৷’’

শুভেন্দুর আনা অভিযোগ নুসরত জানান, ‘‘অভিযোগ রয়েছে, আমার বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কেনা৷ এই কোম্পানি থেকে আমি একটা লোন নিয়েছিলাম৷  লোনের অ্যামাউন্ট ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা৷  এবং, ২০১৭ সালের ৬মে সুদ সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা কোম্পানিকে ফেরত দিই৷’’

এরপরে নুসরত দাবি করেন, এই সমস্ত লেনদেনের ব্যাঙ্ক ডিটেলস তাঁর কাছে আছে৷ শুধু তাই নয়, ওই সংস্থার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে দাবি করেন নুসরত৷ জানান, তাঁর কোনও শেয়ার ওই সংস্থায় নেই৷ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন৷ তবে সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই উঠে যান নুসরত৷