অবতক খবর,২৪ ফেব্রুয়ারি,মালদা,সানু ইসলামঃ দুর্ঘটনা এড়াতে ও যানযট মুক্ত করতে চাঁচল মহকুমা ট্রাফিক পুলিশের মহৎ উদ্যোগ।

গোটা রাজ্যের পাশাপাশি মালদহের চাচলে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।আজ পরীক্ষার দ্বিতীয় দিন আর এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীরা কোনরকম অসুবিধা ও যানজটের সম্মুখীন যাতে না হয় বা কোনরকম দুর্ঘটনা না হয়। তাই চাচল মহকুমা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চাচোল শহরের নেতাজি মোড় থেকে শুরু করে বিভিন্ন মোড়ে সিভিক পুলিশ মোতায়েন। এবং রাস্তার মাঝে ব্যারিয়াল সরিয়ে শহরকে যানযট মুক্ত করে রাখা হয়েছে।

ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে স্থানীয়রা।