অবতক খবর,১ সেপ্টেম্বর,জলপাইগুড়ি:মঙ্গলবার দুপুরে বনারহাট ব্লকের দুরামারী চন্দ্র কান্ত স্কুলে ভ্যাক্সিন নিতে গিয়ে হুরোহুরিতে পদপিষ্ট হয়ে আহত হয় ২৫ জন।

তাদের বীরপাড়া স্টেট জেনারেল ভর্তি করা হয়। এদিন রাতে আহতদের দেখার জন্য বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আসেন তৃনমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার সভাপতি মহুয়া গোপ, ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেত্রী মিতালী রায়।

তারা এদিন আহতদের সাথে কথা বলেন, এমনকি তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলে আশস্ত করেন। তাদের উপস্থিতিতে গুরতর আহত তিন মহিলাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, জলপাইগুড়ি ওএসডি সুশান্ত রায় তাদের চিকিৎসার জন্য একটি বিশেষ টিম তৈরি করেন।

এমনকি, বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি থেকে আসেন ডাঃ সপ্তর্শি মন্ডল।

ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায় জানান, আমরা আহতদের পাশে সবসময় রয়েছি।