অবতক খবর,২৮ জানুয়ারি: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সম্মিলিত সিদ্ধান্তে আগামী 23 এবং চব্বিশে ফেব্রুয়ারি দুদিনের সর্বভারতীয় সাধারণ ধর্মঘট ডাক দিয়েছে। আর সেই উপলক্ষে নদীয়ার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ কে অবহিত করতে দেবর লেখা কর্মসূচি নিয়েছে এসইউসিআই।

তাদের দাবি কেন্দ্রীয় সরকার বর্তমানে 44 তম আইন এর বদলে চারটি স্তর চালু করেছে যার অর্থ শ্রমিকশ্রেণীর কঠিন সংগ্রামের দ্বারা অর্জিত ট্রেড ইউনিয়নের অধিকার প্রায় সবটাই কেড়ে নেওয়া।

1% সর্বোচ্চ স্তরে বসবাসকারী পুঁজিপতি জাতীয় সম্পদের তথ্য শতাংশের মালিক। মধ্যবিত্তের সংখ্যা 9.9 কোটি থেকে কমে 6.6 কোটিতে নেমে এসেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী 83 কোটি ভারতীয় দৈনিক কুড়ি টাকার কমে তাদের জীবন ধারণ করে। আর এ ধরনের নানা প্রশ্নের উত্তর না পেয়ে সাধারণ মানুষের আগামীতে ভয়াবহ দুরবস্থা কথা ভেবে দীর্ঘদিন লকডাউনে থাকা সত্ত্বেও আবারও দুটি শ্রমদিবস নষ্ট করতে তারা বাধ্য হয়েছেন বলেই জানান আমাদের।