অবতক খবর : হাওড়া :    দুই বিজেপি প্রার্থীর ভিন্ন হোলি। একদিকে গেরুয়া আবির অপরদিকে রং এর বদলে ফুল। কোথাও কোভিড বিধি পালন ও কোথাও বিধি ভাঙার অভিযোগ।

রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের প্রদত্ত তথ্য অনুযায়ী গোটা রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ। আর তারই মধ্যে ফের হাওড়াতে সংক্রমনের হার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এক কথায় বলে যায় গত কয়েকদিন ধরেই ফের হাওড়াতে করোনা সংক্রমণ দ্রুত উর্ধমুখী। তারই মাঝে করোনা আবহে দোল উৎসব পালন চলছে জেলা জুড়ে। তারই মধ্যে আজ হাওড়া সদরে বিজেপির দুই প্রার্থী ভিন্ন পদ্ধতিতে হোলি উৎসবের মাতলেন। একদিকে মধ্য হাওড়া বিজেপি প্রার্থী সঞ্জয় সিং অপরদিকে উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাই। সোমবার সকালে প্রচার পর্বে অংশগ্রহণ করে মধ্য হাওড়ার ২৯ নম্বর ওয়ার্ডের হাওড়া ময়দান মেট্রো চ্যানেল এলাকায় হোলি উৎসবে অংশগ্রহণ করেন তিনি। হোলি উৎসব উপলক্ষে কর্মী সমর্থকদের সঙ্গে আবির খেলে গান গেয়ে পালন করেন তিনি। তবে উৎসব উপলক্ষে করোনা বিধি ভুলে উপস্থিত সকলেই। কারো মুখে ছিল না মাক্স, এমনকি মানা হয়নি সামাজিক দূরত্ব বিধিও।

এই প্রসঙ্গে তিনি জানান অতি উৎসাহে কর্মী সমর্থকরা আজ সমস্ত কিছু ভুলে গেলেও আগামীকাল থেকে আবার তার প্রচারে মেনে চলা হবে সমস্ত করণা বিধি । একইসঙ্গে তিনি জানান, প্রচারে যেভাবে মানুষের সাড়া পাচ্ছে তিনি তাতে মধ্য হাওড়া কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত।

এরই পাশাপাশি যেখানে সারা দেশে যখন রং ও আবির দিয়ে করোনা আবহে দল উৎসব পালন চলছে। তারই মধ্যে শুধু ফুল দিয়ে খেলা হচ্ছে হোলি উৎসব । উত্তর হাওড়ায় এমনই ছবি ধরা পরল । এদিন ভোট প্রচারে উত্তর হাওড়ার একটি আবাসনে উপস্থিত হয়েছিলেন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাই । তিনি জানান করণা সংক্রমণে কথা মাথায় রেখে তিনি সাধারণ মানুষকে আবেদন করছে এ বছর দোল উৎসবে যাতে তারা করোনা বিধি মেনে চলেন। আর একই কারণে রং ও আবিরের পরিবর্তে ফুল দিয়ে হোলি উৎসব পালন করেন।