অবতক খবর,২২ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: লটারীতে টাকা পেয়ে অনেকেই বাড়ি, গাড়ি সহ আয়েসি জীবন যাপনের স্বপ্ন দেখেন। কিন্তু এসবের থেকে একে বারেই ব্যতিক্রমী সাকোয়াঝোরা-১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়ার গ্রামীন চিকিৎসক উমাচরণ রায়। মাস খানেক আগে লটারীতে কোটিপতি হয়ে সস্ত্রীক নেমেছেন সমাজ সেবায়। বুধবার সজনাপাড়ার এক কলেজ পড়ুয়া কণ্যাশ্রীর ভবিষ্যতে পড়াশোনা ও বিয়ের জন্য তার হাতে ১লক্ষ টাকার চেক তুলে দিলেন তিনি। পাশাপাশি ঐ কণ্যাশ্রীর দরিদ্র বাবা রবীন্দ্র মজুমদারকে ব্যাবসা করে পরিবার প্রতিপালনের জন্য নগদ পাঁচ হাজার টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
এক লক্ষ টাকার চেক হাতে পেয়ে ভীষণ খুশি ঐ কণ্যাশ্রী ও তার পরিবার।
উমাবাবু ও তার স্ত্রী জানান টাকা পয়সার উর্ধে মানসিক শান্তি।রবীন্দ্র মজুমদার তার অসহায়তার কথা জানিয়েছিলেন তার কথা শুনে অবশেষে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই।আমরা চাই তার পরিবার সচ্ছলতা ফিরে আসুক।