অবতক খবর,৩১ মার্চ: করোনা মোকাবিলায় সকলের মতোই এগিয়ে এলেন কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী খোকন তালুকদার। আজ তাঁর উদ্যোগে কাঁচরাপাড়া মহাজাতি ক্লাব প্রাঙ্গণ থেকে কাঁচরাপাড়া ১৫ নম্বর ওয়ার্ড তথা সমগ্র কাঁচরাপাড়া ব্যাপী প্রায় সমস্ত দুঃস্থ-দরিদ্র মানুষদের ২ কেজি করে চাল এবং ২ কেজি করে আলু বিতরণ করা হল খোকন তালুকদারের তত্বাবধানে। সম্পূর্ন ভাবে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব মেনেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। তাঁর সাথে যোগাযোগ করলে তিনি বলেন যে, আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ডাক্তার,স্বাস্থ্যকর্মী সহ পুলিশ প্রশাসন যথেষ্ট প্রশংসনীয় ভূমিকা গ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে এই সামাজিক দায় আমরা এড়িয়ে যেতে পারিনা। এই পরিস্থিতির শিকার যারা হয়েছেন তাদের আমাদের সামর্থ অনুযায়ী আমরা খাদ্যসামগ্রী তুলে দিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি তিনি এও জানান যে, আগামী ১লা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্যের মানুষের জন্য মুখ্যমন্ত্রী রেশন দোকানের মাধ্যমে বিনামূল্যে চাল এবং গম দেওয়ার ব্যবস্থা করেছেন। এতে আগামী মাস থেকে এই রকম ভাবে অসুবিধায় পড়া মানুষেরা বিশেষভাবে উপকৃত হবেন।