হক জাফর ইমাম :: অবতক খবর :: মালদহ ::    দীর্ঘদিন ধরে জল নিকাশের কোনও সুরাহা করা হচ্ছে না মালদা ইংরেজবাজার পৌর এলাকায় বলে অভিযোগ। একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে থাকছে। বিস্তৃত এলাকা জুড়ে একই সমস্যা। নেই কোনও হাইড্রেন। ফলে সংশ্লিষ্ট এলাকার নিকাশি জল দাঁড়িয়ে পড়ছে এলাকায়।

আশেপাশের বাড়িগুলির ঘরেরে প্রাচীর দুর্বল হয়ে পড়ছে। বাড়িঘর স্যাঁতসেঁতে। ঘরের সামগ্রীও নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যা কোনও গ্রামের নয়, ইংরেজবাজার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের। সংশ্লিষ্ট ওয়ার্ডের নতুন মহেষপুর এলাকায় প্রায় ৫০০ পরিবার ভুক্তভোগি। চেয়ারম্যান নীহার ঘোষকে জানিয়েও কোনও ফল হচ্ছে না। এই অবস্থায় ভোট বয়কটের ডাক দিয়েছেন ভুক্তভোগিরা।

তাঁদের অভিযোগ, আমরা একাধিকবার কাউন্সিলর, চেয়ারম্যানকে জানিয়েছি, তবুও কোনও সুরাহা হল না। গোটা এলাকা জলমগ্ন। বর্ষার সময় আরও সমস্যায় পড়তে হয় আমাদের। স্থানীয় কাউন্সিলর রাজীব চম্পটি বলেন,‘‌এখানকার মানুষদের বহুদিনের সমস্যা এটি। এখানকার মানুষেরা চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষকে একাধিকবার লিখিত আবেদন করেছেন। আমি বহুবার বলেছি। তবুও কোনও সুরাহা এখনও হয় নি।’‌