অবতক খবর,২০ মার্চঃ দিদির সুরক্ষা কবজ অনুষ্ঠানে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি । তিনি বলেন সুরক্ষা কবজ ১১ ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে জনসংযোগ। বাংলার দশ কোটি মানুষ যারা সামাজিক সুরক্ষা শিক্ষা আবাস স্বাস্থ্য খাদ্য এবং উপার্জন এই ছটি ক্ষেত্রে ১৫ টি প্রকল্প মানুষ পাচ্ছেন কিনা যদি তারা গ্রহণ না করে থাকেন তাহলে তাদের সে বিষয়ে সহযোগিতা করা।

দিদির যে সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবী দুথ হিসাবে কাজ করছে ন। দিদির সুরক্ষা কবজের উদ্দেশ্য বাংলার দশ কোটি মানুষ এবং দু কোটি বাড়ির সমস্যা অভাব অভিযোগের কথা দলের শীর্ষ স্তরে এমনকি নেত্রীর কাছে পৌঁছে দেয়া সেই কারণে প্রতিটি দুয়ারে কর্মীরা গিয়ে নানান রকম সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নিচ্ছেন বহরমপুর পৌরসভার পৌরপিতা শ্রী নারুগোপাল মুখার্জি।