অবতক খবর,২০ মার্চঃ ডিগ্রি কোর্সকে চার বছর করার প্রতিবাদে অল ইন্ডিয়া বিএসওর উদ্যোগে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিবাদ বিক্ষোভ। এ বিষয়ে এ আই ডি এস এর সভাপতি সুরজিৎ দাস তিনি বলেন যে তিন বছরের পরিবর্তে চার বছরের ডিগ্রী কোর্স কে রাজ্য সরকার মান্যতা দেয়ার পর এআইডিএস এর পক্ষ থেকে আজ সকল ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন রাজ্য শিক্ষা দপ্তরের একটি নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যে ছাত্রছাত্রীরা 3 বছরের যে ডিগ্রী কোর্স ে পড়াশুনা করতেন সেই ডিগ্রী কোর্স তারা তিন বছরের পরিবর্তে চার বছরের চালু করছেন তিনি বলেন ইতিমধ্যে জাতীয় শিক্ষানীতি ২০২০ যে শিক্ষানীতি অনেকগুলি কথার মধ্যে এইটি একটি শর্ত যে চার বছরের ডিগ্রী কোর্স করতে হবে।

এখানে যেকোনো সময় ছাত্রছাত্রীরা ভর্তি হবে এবং যেকোনো সময় তারা তাদের সাবজেক্ট পরিবর্তন করতে পারবে এবং যেকোনো সময় একই কলেজ থেকে বিভিন্ন কলেজে পঠন পাঠন করতে পারে। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন তারা যেভাবে এই সিদ্ধান্তগুলি নিয়েছে তাতে ছাত্র এবং অভিভাবকদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে । তিনি বলেন যে এর কারণে উচ্চশিক্ষার যে মান ধারাবাহিকতা বন্ধ হবে এবং এর মধ্যে দিয়ে ড্রপ আউট কমার পরিবর্তে ড্রপ আউট বাড়বে বলে তিনি মনে করেন। শুধু তাই নয় এতে ছাত্রছাত্রীদের ব্যয় বাড়বে আগামী দিনে যে পড়াশুনোর পরিবেশ নষ্ট করে ড্রপ আউট কে বাড়াতে সাহায্য করবে এই চার বছরের ডিগ্রী কোর্স। তার প্রতিবাদে বহরমপুর এ আইডিএস ওর মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে বহরমপুর শহরে এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে বলে জানান এআইডিএস এর জেলা সভাপতি সুরজিৎ দাস।