অবতক খবর,১৬ জানুয়ারিঃ দিদির সুরক্ষা কবচ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দিদির দূতেরা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের সাথে দেখা করে তাদের অভাব অভিযোগ শোনেন এরপর তাদের আশ্বস্ত করেন উপস্থিত নেতৃত্ব। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের হরিচাঁদ মন্দিরে পুজো ও বাতাসা লুট দিয়ে আজকের কর্মসূচি শুরু করলেন মদন মিত্র। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গ্রামগুলিতে দিদির দূতের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র, তার সাথে রয়েছেন তৃণমূল নেতা তথা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় মানুষজনের বেশ কিছু অভিযোগ পেয়েছেন নেতৃত্ব। সেই অভিযোগ গুলির মধ্যে রয়েছে আবাস যোজনার বাড়ির সহ শৌচালয় রাস্তাঘাট।

যদিও দিদির দুতের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেনাপতি মদন মিত্র বলেন তেমন কোন অভিযোগ এখনো পাননি তিনি তবে সামান্য কিছু অভিযোগ পাওয়া গেল তা মিটিয়ে দেবে পঞ্চায়েত।