অবতক খবর,১৬ জানুয়ারিঃ উত্তরবঙ্গ উন্নয়ণ জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কালিয়াচক ২নং ব্লকের বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের সাদিকুল কবিরাজটোলায় দিদির দূত কর্মসূচীর আয়োজন করা হয়। বাসিন্দাদের অভিযোগ পানীয় জলের সমস্যা এই এলাকায়। বহুবার আবেদনের পরও সমাধান হয় নি। পাশাপাশি আবাস যোজনার ঘর নিয়েও ক্ষোভ এলাকাবাসীর। বিধবাভাতা সহ সরকারি বেশ কিছু প্রকল্প নিয়েও ক্ষোভ দেখান এলাকাবাসি।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন গ্রামবাসীদের ক্ষোভের কথা স্বীকার করে কেন্দ্রীয় সরকার গঙ্গাঁ নদীর জল উত্তোলনের অনুমতি দেয় নি। তাই বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধান করা সম্ভব হয় নি।বিকল্প ব্যবস্থার হিসাবে মহানন্দা নদী থেকে জল উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছে।পাশাপাশি আবাস যোজনার ঘরের দূর্ণীতির দায়ও কেন্দ্রীয় সরকারের উপর চাপিয়েছেন তিনি।