নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৯শে ডিসেম্বর :: শিলিগুড়ি :: বাস টার্মিনার্সে যাত্রীদের কথা শুনতে আজ পর্যটনমন্ত্রী গৌতমদেব, নিজে উপস্থিত হয়ে কথা শুনলেন যাত্রীদের।বুঝলেন তাদের অভাব অভিযোগের কথা।

তার সাথে ছিলেন দার্জিলিং জেলা তৃনমুল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার এবং তৃনমুলের অন্যান্য নেতৃত্ব।যাত্রীরা মন্ত্রীকে জানান প্রায় তিনগুন টাকা নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে।মালদা পযর্ন্ত যেতে চাওয়া হচ্ছে কলকাতার ভাড়া।

যাত্রীরা জানিয়েছেন তাদের এই অবস্থার সূযোগ নিয়ে দিন রাত অনেক অসাধু লোক তাদের ফোন করে উত্যক্ত করছেন।এমনকি ধমকে টিকিট করবার জন্য বলছেন।মন্ত্রী তাদের নিশ্চিত থাকতে বলেন এবং পুলিশকে নির্দেশ দেন যথাযথ ব্যাবস্থা নিতে।এদিন মন্ত্রী নিজে দাড়িয়ে থেকে প্রায় আড়াইশো লোকের ফিরবার ব্যাবস্থা করেন।