অবতক খবর: রাজ্য বিধানসভার বাদল অধিবেসনে বিজেপির স্ট্যান্ড কি হবে তা নিয়ে মঙ্গলবার পরিষদীয় দলের বৈঠক সারল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার নেতৃত্বে বৈঠক করে বিরোধী দল। নিজেদের দাবিদাওয়া নিয়ে বিধানসভায় দাবি, প্রতিবাদ চললেও অধিবেশন অচল করে নয়, এই রণকৌশল নিয়েছে বিজেপি। বৈঠক সেরে বেরিয়ে এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া মণিপুর ইস্যুতে তৃণমূল বিধায়কদের নিন্দা প্রস্তাবের পালটা বিজেপির মহিলা বিধায়করা একযোগে মুলতুবি প্রস্তাব আনতে চলেছেন বলে খবর।

বৈঠক শেষে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা শিক্ষা দুর্নীতি নিয়ে আলোচনা চাইব। তা যদি নয়, তাহলে আমরা প্রতিবাদে শামিল হব। তবে বিধানসভার অধিবেশন চলবে, তা অচল করব না”।মণিপুরের পাল্টা জবাব শিক্ষা দুর্নীতি! এই অস্ত্রে এবার বিধানসভার বাদল অধিবেশনে নামতে চলেছে বিরোধী দল বিজেপি।

মণিপুর ইস্যুতে চলতি অধিবেশনেই তৃণমূল নিন্দা প্রস্তাব আনতে চলেছে। এই ইস্যুতে বিজেপির পদক্ষেপ নিয়ে বিরোধী দলনেতা জানান, ”যদি তাই-ই হয়, তাহলে বলব যে মণিপুর বিচারাধীন বিষয়। সুপ্রিম কোর্ট নিজে তা দেখছে। যদি শিক্ষা দুর্নীতি নিয়ে আলোচনার সময় বলা হয়, বিচারাধীন বিষয়, তাহলে মণিপুর নিয়েও একই ব্যাপার। আর বাংলায় ক্রমবর্ধমান নারী নির্যাতন নিয়ে আমাদের মহিলা বিধায়করা পালটা মুলতুবি প্রস্তাব আনবেন।”

বুধবারই বিজেপির মহিলা বিধায়করা বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনবেন। জানা যাচ্ছে, পাশাপাশি শ্যামবাজারে অবস্থান বিক্ষোভ করবেন তাঁরা। পাশাপাশি রাজ্যে একাধিক বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিও করবেন তাঁরা।