অবতক খবর,২৩ আগস্টঃ রেলের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল দক্ষিণেশ্বর সংলগ্ন রেল বস্তি উচ্ছেদের জন্য, আরে সেই মতো বস্তির মানুষজন তারা দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন রেল বস্তির কাছে ব্যাপক বিক্ষোভ দেখায়,রেল বস্তিতে মোট ৩৫০ পরিবারের বসবাস,যতদিন পর্যন্ত রেলের তরফ থেকে তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে, ততদিন তারা বসতি উচ্ছেদে এমনই ভাবে বাধা দেবে ও বিক্ষোভ দেখাবে, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

রেলের বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে ধন্দুমার কান্ড দক্ষিণেশ্বর সংলগ্ন রেল বস্তি এলাকায়, ঘটনাস্থলে আরপিএফের বিশাল পুলিশবাহিনীঘটনাস্থলে আরপিএফের বিশাল পুলিশ বাহিনী বাড়ি ভাঙার জেসিবি নিয়ে আসলে,rpf কে ঘিরে বিক্ষোভ দেখায় বস্তিবাসীরা, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন রেল বস্তি এলাকায়।