অবতক খবর,বোলপুর,২৩ আগস্ট: এবার বোলপুরে রেজিস্ট্রি অফিসে সিবিআই হানা৷ অনুব্রত মণ্ডলের নামে-বেনামে কত জমি কেনা হয়েছে তা জানতেই রেজিস্ট্রি অফিসে সিবিআই। গোরু পাচারের টাকাতেই কি এই বিপুল সম্পত্তি, মিলিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা।

গোরু পাচার মামলায় ফের ৪ দিন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেয় সিবিআই৷ তারপরেই বোলপুরের অনুব্রতর সম্পত্তির হদিশ পেতে শুরু হয় জোর তল্লাশি। একের পর এক রাইস মিল, দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাট, ব্যাঙ্কে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। এরপর বোলপুরে জমির রেজিস্ট্রি অফিসে সিবিআই হানা। এই অফিসে অনুব্রত মণ্ডল সহ তাঁর আত্মীয়, ঘনিষ্ঠদের নামে একাধিক জমি রেজিস্ট্রি হয়েছে৷ এমনই তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা৷ কার নামে কোথায় কত জমি রয়েছে জানতেই এবার রেজিস্ট্রি অফিসে সিবিআই। গোরু পাচারের টাকাতেই কি এই বিপুল সম্পত্তি? তারই যোগ খুঁজছেন গোয়েন্দারা৷

প্রসঙ্গত, ২৪ আগস্ট ফের অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হবে৷ তার আগে বোলপুরে অনুব্রত ও তাঁর আত্মীয়, ঘনিষ্ঠদেরর সম্পত্তিতে জোর তল্লাশি চালাচ্ছে সিবিআই অফিসারেরা।