অবতক খবর,২ জুলাইঃ আজ বহরমপুর পঞ্চায়েত অফিসে , ত্রিস্তর পঞ্চায়েতে পোলিং পার্টির ভোট এখানে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো যদিও বা প্রথম দিকে দুই দলের কর্মচারীদের মধ্যে বাদানুবাদ তৈরি হয়। পরবর্তীতে বি ডি ও র হস্তক্ষেপে সুস্থভাবে কর্মচারীরা ভোট দেন ভোট শেষে তৃণমূল সমর্থিত রাজীব সিং তিনি বলেন যে বিরোধী দের পায়ের তলে মাটি নেই।

তাই তারা ভোট লুট নিয়ে বেশি কথা বলছে আজকে সরকারি কর্মচারী যারা ভোট নিতে যাবেন তাদের ভোটপর্ব রঘুনাথগঞ্জ বিডিও অফিসে সুস্থভাবে সম্পূর্ণ হল বিরোধীরা শুধু শুধু নানা রকম মিথ্যা ইস্যু নিয়ে ভোটের ব্যাঘাত করার সৃষ্টি করে। ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অশোক কুমার সরকার তিনি বলেন মানুষের অধিকার এই ভোট, মানুষ যাতে সুস্থভাবে ভোট দিতে পারে আমরা সে বিষয়ে ভিডিও সাহেবকে বলি ভিডিও তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন সুস্থভাবে ভোট করার জন্য আমরা সেজন্য তাকে ধন্যবাদ জানাই তিনি আরো বলেন আমরা অধীর চৌধুরীর সৈনিক গত আঠারো সালে এই শাসক দল ভোট করতে দেয়নি সন্ত্রাস চালিয়েছিল এবার আমরা তাই সর্বত্র দাবি রেখেছি মানুষ যাতে সুস্থভাবে তার অধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা অবশ্যই প্রশাসনকে নিতে হবে। আজ পোলিং পার্টির ভোটে মাধব দাস তিনি বলেন একটা টেনশন তো কাজ করেই আমরা চাই প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকুক, মানুষ তার অধিকার যাতে সুস্থভাবে প্রয়োগ করতে পারে এবং যেসব পোলিং স্টাফ রা আছে তারাও যাতে সুস্থভাবে ভোটের কাজ পরিচালনা করতে পারে সেই কারণে আমরা চাই প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী ।