অবতক খবর,৪ জুলাইঃ তৃণমূল পার্টি থেকে বলেছে তাই ভোট দিতে এসেছি, পোস্টাল ব্যালট দিতে এসে ধরা পড়ে স্বীকারোক্তি এক ব্যক্তির। পঞ্চায়েত নির্বাচনের আগে পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ উঠল বারাসাত ব্লক ওয়ানে। সরকারি কর্মচারীদের পাশাপাশি পোস্টাল ব্যালটের অধিকারী ইলেকট্রিশিয়ান ড্রাইভার খালাসী ভিডিওগ্রাফাররা।

এদিন সকাল থেকে ব্লক মনে পোস্টাল ব্যালট নেওয়ার কাজ শুরু হয়েছিল এবং তখনই দেখা যায় যে অনেক মানুষ আসছেন যারা ইলেকশন কমিশনের কোন স্লিপ ছাড়াই ভোটার কার্ড নিয়ে এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন। 27 নম্বর জেলা পরিষদের প্রার্থী সিপিআইএমের হাবিব আলী সে জানতে পেরে এরকম তিন চার জনকে আটকে দেন। তারা বলছেন পাড়া থেকে তাদেরকে ভোট দিতে পাঠিয়েছে। যদিও ব্লক ওয়ানের বিডিও সৌগত পাত্র জানিয়েছেন এরকম কোন ঘটনা ঘটেনি। গাড়ির মালিকের অথরাইজ লেটার নিয়ে যারা আসছেন তারাই ভোট দিচ্ছেন। অনেক সময় ড্রাইভার বা খালাসি এক্সচেঞ্জ হলে নতুন কাগজ তৈরি করতে হয় ।