আবতক খবর, সংবাদদাতা , পূর্ব মেদিনীপুর :-  মারিশদা বিজয়কৃষ্ণ জাগৃহি বাণীপীঠের মেন গেটের দেওয়াল সহ গোটা এলাকায় দুর্ণীতির অভিযোগ তুলে পোস্টার ছড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন দুর্ণীতির পোস্টার পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ, রাজ্য জুড়ে যেখানে বিদ্যালয় গুলিতে এডমিনিস্টেটর নিয়োগ প্রক্রিয়া বলবৎ হয়েছে সেই জায়গায় মারিশদা বিজয়কৃষ্ণ জাগ্রিহী বানীপিঠে কৌশল করে এখনও ম্যানেজিং কমিটি চালু রাখা হয়েছে।সম্প্রতি কমিটির নির্বাচনও ঘটা করে করা হয় এবং রাতারাতি একতরফা বেআইনি ভাবে তৃণমূল পরিচালিত বিদ্যালয়ের কমিটি গঠণ করা হয় বলে অভিযোগ। এই নতুন কমিটি আবার সম্প্রতি গ্রূপ ডি কর্মী নিয়োগ করে যা সম্পূর্ণ অবৈধ বলেও অভিযোগ।

স্থানীয় সিপিএম নেতা ঝাড়েশ্বর বেরা বলেন, নিয়োগ প্রক্রিয়ায় বোর্ডে যারা ছিলেন তাদের নিকট আত্মীয়দের নিয়োগ করা হয়েছে। যেমন প্যানেল বোর্ডে ছিলেন প্রধান শিক্ষক, তার ছেলেকেই নিয়োগ করা হয়েছে চাকরিতে যা সম্পূর্ণ বেআইনি। এমন ভুরি ভুরি দূর্ণীতির অভিযোগ উঠেছে। যদিও স্কুল পরিচালন কমিটির সম্পাদক মানিক দলাই বলেন,  মিড ডে মিল নিয়ে দূর্নীতির অভিযোগ ভিত্তিহীন।  আর, নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। কারণ বিষয়টা বিচারাধীন।  রাতের অন্ধকারে কে বা কারা একাজ করেছে তার জানা নেই। তবে এগুলো মিথ্যে অভিযোগ।