অবতক খবর,২৯ আগস্ট: পূর্ব মেদিনীপুর জেলা( কাঁথি সাংগঠনিক ইউনিট) তৃণমূল কংগ্রেসের প্রথম সাংগঠনিক সভা এগরা ঝাটুলাল হাইস্কুল সভাগৃহে আয়োজিত হয়।

সভায় স্বাগত ভাষণ দেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অভিজিৎ দাস। সভায় সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক তরুণ মাইতি। সভায় বক্তব্য রাখেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর,প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি, জেলা কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, অমিয় ভট্টাচার্য, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিপরি, বিধায়ক উত্তম বারিক, বিধায়ক সোহম চক্রবর্তী, জেলা কর্মাধ্যক্ষ পার্থ প্রতিম দাস ও মৃণাল কান্তি দাস, বিকাশ বেজ, কাজল বর্মন, সেক আনোয়ার উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি সাংগঠনিক ইউনিট এলাকায় কাঁথি লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা কেন্দ্র ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এগরা বিধানসভা কেন্দ্র(৮ টি বিধানসভা কেন্দ্র)সমূহের অন্তর্ভুক্ত ১৪ টি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সহঃ সভাপতি গণ সহ বিধানসভার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও শাখা সংগঠন সমূহের কর্মকর্তা ও জেলা কোঅরডিনেটর প্রমুখদের নিয়ে আজকের সাংগঠনিক সভা আয়োজিত হয়।

মৎস্য মন্ত্রী অখিল গিরি বুথ,অঞ্চল, ব্লক সহ সর্বস্তরে দলীয় কর্মকর্তা ও শাখা সংগঠন সমূহের নেতৃত্বের মধ্যে সমন্বয়ের উপর জোর দেন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান মামুদ হোসেন। জেলা সভাপতি তরুণ মাইতি দলীয় শৃঙ্খলা রক্ষার উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। ত্রিস্তর পঞ্চায়েতের কাজকর্মের উপর নজরদারির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বুথ,অঞ্চল স্তরে দলীয় কর্মকর্তা নির্বাচনে তৃণমূল স্তরে কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান জেলা সভাপতি তরুণ মাইতি।

কাঁথি ও এগরা পৌরসভার আসন্ন নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করার লক্ষে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেন জেলা সভাপতি তরুণ মাইতি। জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি যুব সমাজ কে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে এগিয়ে আসার আবেদন জানান।

অধ্যাপক জ্যোতির্ময় কর রাজ্য সরকারের জনমুখী প্রকল্প রূপায়ণ নিয়ে জনগণকে অবহিত করার উপরে জোর দেন।জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নতুন প্রজন্মের দিশারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস কে প্রতিষ্ঠিত করতে সকল নেতৃত্ব ও কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।