অবতক খবর,২০ আগস্ট: আবারো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের হাতে আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সহ বেশ কয়েকজন কর্মী। গুরুতর জখম অবস্থায় তারা হাসপাতালে ভর্তি। ঘটনাটি নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়।

অভিযোগ, ওই এলাকার তৃণমূল কংগ্রেসের একদল যুবক এলাকারই কিছু দোকান থেকে বলপূর্বক টাকা আদায় করছিল। সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন নদীয়া জেলা দক্ষিণের যুব সহ সভাপতি শুভঙ্কর মুখার্জি। তিনি ঘটনার প্রতিবাদ করেন বলে জানা যায়। এরপরে অপর গোষ্ঠী শুভঙ্কর মুখার্জির ওপর চড়াও হয়। মারধর করা হয় শুভঙ্কর মুখার্জি সহ তৃণমূলের একাধিক কর্মীকে। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে আহত অবস্থায় তৃণমূলের একাধিক কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদিও পুলিশের সঠিক তদন্তের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এলাকার বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।