অবতক খবর,১ আগস্ট: তিস্তা ক্যানেলের রাস্তা মেরামতের দাবি স্থানীয় বাসিন্দারা হাপতিয়াগছ অঞ্চলের ফল ব্রিজ এলাকায়। স্থানীয় সূত্রের মতন দীর্ঘদিন ধরে ওই রাস্তা সংস্কার হচ্ছিল না তাই তারা রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে। বাসিন্দারা সকাল সাতটা থেকে এই পথ অবরোধ করে। দীর্ঘ কয়েক ঘন্টা সড়ক অবরোধের পর ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন চোপড়া থানার পুলিশ। পুলিশ স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলে এবং প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে পথ অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েত থেকে তিস্তা সর্বত্রই ঘুরে কেউ রাস্তার মেরামত করেননি তাই অবশেষে আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করছি। স্থানীয় বাসিন্দা আমজাদ আলী জানান, প্রশাসন দুই থেকে তিন দিনের মধ্যে রাস্তা ঠিক করার কথা বলেছে, যদি কয়েক দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তবে তারা আবারও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন।