আমার দিদি সব জানেন।
আমরা কিছু জানি না,
তবুও কিছুই তার শুনি না।

তিনি বলেন
তমাল সাহা

তিনি বলেন,
এখন করোনার বিরুদ্ধে
নয় কোন নালিশ
করোনাকে করে নাও
পাশবালিশ।

তিনি বলেন,
মন্দির মসজিদ গির্জা
খোলা আছে সব দরজা।
দশজন করে ঢুকবেন,
নয় কোন তরজা। ‌

তিনি বলেন,
গাড়ির সব সীটে বসবেন
কোনমতে দাঁড়াবেন না,
তবেই কিন্তু ধরবে করোনা।

তিনি বলেন,
করোনায় আক্রান্ত
কিন্তু মৃত্যুর কারণ কোমর্বিডিটি।
আমফান বিধ্বংসী পরাক্রান্ত
কিন্তু মৃত্যুর কারণ
বৃক্ষ পতন, বিদ্যুৎ দংশন
মৃত্যুর সংখ্যা মাত্র ছিয়াশিটি।

তিনি আমাদের বড়দিদি।
তারা কথা শুনবেন,
উপেক্ষা করবেন না।
কলকাতা কবে লন্ডন হবে
তা‌ নিয়ে ভাববেন না।

তিনি বলেন,
লনে দিন ডন
তাহলেই
পেয়ে যাবেন লন্ডন।

বাংলার ভাগ্যলিখন—
পশ্চাতে বংশদণ্ড
হস্তে লণ্ঠন।