অবতক খবর,১৭ নভেম্বরঃ পাইকারীরা খুচরো মাছ বিক্রি করায়,প্রায় তিনঘন্টা ধরে বাজারে মাছ বিক্রি আটকে বিক্ষোভ দেখায় কালনা চকবাজারের খুচরো ব্যাবসায়ীরা।এর জেরে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে বর্ধমান,নদীয়া,হুগলী ও দিঘার মাছ ব্যাবসায়ীরা।

লিখিত ভাবে ঠিক হয় আড়ৎদাররা সাধারণ মানুষের কাছে দশ কেজির বেশি মাছ বিক্কিরি করতে পারবেন না,কিন্তু সেই লিখিত নিয়মকে তোয়াক্কা না করেই সাধারণ মানুষদের কাছে ইচ্ছামতো মাছ বিক্কিরি চালিয়ে যাচ্ছিলেন কিছু আড়ৎদাররা,তারফলে চরম সমস্যায় পরতে হচ্ছিলো খুচরো মাছ বিক্রেতারা,তাই আজ ভোর থেকেই আড়তের কাছে মাছ কেনা ও মাছ বিক্রি বন্ধ করেদেন,বাইরে থেকে আসা বিভিন্ন ধরণের মাছ রাস্তায় পড়ে থাকে,যত সময় পেরোছিলো ততোই ক্ষতির মুখে মাছ ব্যাবসায়ীরা,খুচরো বিক্রেতাদের আন্দোলনে কয়েক লোখতারার মাছ ক্ষতির মুখে ছোট ও বড়ো ব্যাবসায়ীরা,অবশেষে উভয় পক্ষের আলোচনায় সমস্যার সমাধান হয়।