অবতক খবর, সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর:- ৮ দফা দাবীতে ১লা অক্টোবর থেকে তাম্রলিপ্ত পৌরসভার সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তমলুক শ্রমিক কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে পৌরসভার গেটের সামনে ময়লা ফেলে বিক্ষোভ দেখানো পৌরসভার সাফাই কর্মীরা।

ফিক্সট পে কর্মচারীদের পে স্কেল, হরিজন কর্মচারীসহ ২১ জন কর্মচারীদের বেতন বৃদ্ধি, সহ ৮ দফা দাবি নিয়ে এদিন পৌরসভার সামনে অবস্থানে বসে।যতদিন না এই দাবি-দাওয়া মেনে নিচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ ততদিন এই কর্মবিরতি পালন করবে তমলুক পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এই কর্মবিরতির ফলে পুরো তমলুক পৌরসভা এলাকায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষরা। পৌরসভা এলাকায় ময়লা পরিষ্কার না হওয়ার ফলে জমে রয়েছে ময়লা।