স্বাধীনতা! সে তো এক মুক্তির উড়ান। আজ ১৫ আগস্ট,৭৪-তম স্বাধীনতা দিবস
ধুয়ে যাক যাবতীয় কলুষ
হে স্বদেশ জননী ! করো,করো ক্ষমা।

তমসো মা জ্যোতির্গময়
তমাল সাহা

তমিস্রা নেমে আসে
শুরু হয় প্রবল ভূকম্পন।
আগুন ও অস্ত্রের মুখোমুখি দর্শন।
মসজিদে আজান স্তব্ধ
আসন থেকে গড়িয়ে পড়ে দেবতা—
দেবালয়ে মূক মণ্ত্রপাঠ।
ধ্বংসের বোধনে পৃথ্বী চৌপাট।

কত রক্ত চাই,আর কত আগুন
আর কত কত পরীক্ষা?
জন্মের পর শুধু হিংসা রিরংসা
জীবনমন্ত্রে নয়, মৃত্যুমন্ত্রে দিলে দীক্ষা!

ধারাবাহিক রক্তপাতের পর
একদিন আসবে সেইদিন নিশ্চিত
ভুলে যাবো হিংসার শতকিয়া।
সেরে নেবো শুদ্ধ সমুদ্রস্নান।
বালুকাবেলায় দাঁড়িয়ে বালিকাটি
শঙ্খহাতে বাজাবে—
পাঞ্চজন্যের গান!

রৌদ্রপাতের এমন অমল সকাল
প্রকৃতির অপরূপ খেয়াল।
বালিকার নরম হাতেধরা
ওষ্ঠস্পর্শ শঙ্খখানি—
কী সুখসুর ছড়ায় গো
হোক মানবতার জয়!
বাতাসে তোলপাড় জয়ধ্বনি!