অবতক খবর,২৫ জুলাই: বাড়ি ফেরার পথে তৃণমূল নেতার উপর দুষ্কৃতী হামলা ডোমকলে। আহত তৃণমূল নেতার নাম রাহিমুদ্দিন মল্লিক। তিনি ডোমকল পুরসভার ২ নং ওয়ার্ডের ১৭৪ নং বুথের বুথ সভাপতি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের হিতানপুর মাঠ সংলগ্ন এলাকায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, শনিবার সন্ধ্যায় ২ নং ওয়ার্ডের টিকটিকি পাড়া এলাকায় দলীয় পতাকা ধরে তৃণমূলে যোগ দেই ঐ এলাকারই জোট কর্মীরা। তারপরেই টিকটিকি পাড়া থেকে ডোমকল আসেন বুথ সভাপতি রাহিমুদ্দিন। রাত সাড়ে দশটা নাগাদ বাইকে চেপে বাড়ি ফেরার সময় হিতানপুর মাঠ আসতেই কাচা পাটের দড়ি দিয়ে পথ আটকায় একদল দুষ্কৃতীরা। সাথে সাথে পড়ে যায় রাহিমুদ্দিন। তখনিই ধারালো অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র দিয়ে খুন করার চেষ্টা চালায়। প্রাণে বাঁচতে কাকুতি মিনুতি করে রাহিমুদ্দিন। প্রাণে বাঁচতে পালিয়ে গেলে ধারালো অস্ত্রের কোপ মারে। গুরুতর আহত হলে স্থানীয়রা বুঝতে পেরে তৎক্ষণাৎ ডোমকল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ। কে বা কারা ঘটনা ঘটিয়েছে, মুখে কাপড় বেধে থাকায় চিনতে পারেনি আহত রাহিমুদ্দিন। থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তদন্তে ডোমকল থানার পুলিশ।