অবতক খবর ,সম্পা ভট্টাচার্য : মালবাজার (জলুপাইগুড়ি) :- ডুয়ার্সের চাবাগানের শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন আবাসন প্রকল্পের সূুচনা হল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফালাকাটা থেকে চারটি চাবাগানে চা সুন্দরী আবাসন প্রকল্পের সুচনা করেন।

এদিন মানাবাড়ি, রেড ব্যাঙ্ক, গ্রাসমোড় এবং সুকনা চাবাগানে চা সুন্দরী আবাসন প্রকল্পের সুচনা হয়। ভিডিও কনভারেন্সের মাধ্যমে এই চাবাগানের শ্রমিকদের চা সুন্দরী আবাসনের কথা জানান মুখ্যমন্ত্রী।

এদিনই মানাবাড়ি চাবাগানের একটি মঞ্চে ১৯২ জন চা শ্রমিককে চা সুন্দরী আবাসনের অনুমোদনপত্র দেওয়া হয়। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, মালের মহকুমাশাসক সান্তনু বালা, বিডিও বিমান চন্দ্র দাস এদিন মানাবাড়ি চাবাগানের শ্রমিকদের হাতে চা সুন্দরী আবাসনের অনুমোদন পত্রগুলো তুলে দেন।

এদিন জেলা শাসক বলেন,আজ চারটি চাবাগানে এই চা সুন্দরী আবাসন প্রকল্পের অনুমোদনপত্র তুলে দেওয়া হল। ল্যান্ড সারভে হয়ে গেছে।

কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের হাউজিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে ঘর তৈরির কাজ শুরু হয়ে যাবে।