অবতক খবর ,নদীয়া ,২০এপ্রিল ::   করোনা ভাইরাস জনিত অতিমারী কালে ছাত্ররা যাতে পড়াশুনো থেকে বিচ্যুত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে নদিয়ার চাকদহের বিষ্ণুপুর হাই স্কুল।


স্কুলসূত্রে জানা যায়,গত ২৯শে মার্চ তারিখ থেকে অনলাইনে ক্লাস শুরু করেছেন বিষ্ণুপুর স্কুল কর্তৃপক্ষ। ইউটিউব,হোয়াটসঅ্যাপ ও স্কুলের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস চলছে ছাত্রদের। একশো শতাংশ ছাত্র-ছাত্রীর কাছে পৌঁছানোর লক্ষ্যে বিষ্ণুপুর হাই স্কুল এগিয়ে চলেছে।

আজ থেকে যখন রাজ্যের সমস্ত স্কুলে সরকারি নির্দেশ অনুযায়ী পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের চাল ও আলু বিতরণ করা হচ্ছে তখন বিষ্ণুপুর হাই স্কুল একটা নজির স্থাপন করলো অভিভাবকদের হাতে বাংলার শিক্ষা পোর্টালের সমস্ত অ্যাকটিভিটি টাস্ক তুলে দিয়ে। চাল ও আলু বিতরণের সাথে সাথে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ব্যাপারেও বিষ্ণুপুর হাই স্কুলের কর্তৃপক্ষ ইতিবাচক দৃষ্টিভঙ্গীতে ভাবছেন এ যেন তারই দৃষ্টান্ত।