অবতক খবর,৯ সেপ্টেম্বর: উত্তর ২৪ পরগণার বাগদার আমডোব চাপারুই এলাকার রেশন ডিলারদীর্ঘদিন ধরেই রেশন কার্ড থাকা সত্ত্বেও শতাধিক সাধারণ মানুষকে দিচ্ছেনা রেশন। উপভোক্তাদের সঙ্গে নানা সময় দুর্ব্যবহার করছেন বলেও অভিযোগ। মৃত ব্যক্তিদের কার্ডের রেশন তুলে নিচ্ছেন ডিলার নিজেই। এমনই অভিযোগে বৃহস্পতিবার সকালে বিভিন্ন গ্রামের উপোভোক্তারা রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।

ই-রেশন কার্ড থাকা সত্ত্বেও মিলছেনা কেন রেশন সেই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকে তারা।

 

উপোভোক্তদের দাবি, দীর্ঘদিন ধরে শতাধিক ডিজিটাল কার্ডের রেশন দিচ্ছনা ডিলার। সাধারণ মানুষের সঙ্গে করছে দুর্ব্যবহার। এই রেশন ডিলারকে বরখাস্ত করা হোক বলে দাবি তোলেন তারা।

এই বিষয়ে রেশন ডিলার অজিত বাছার জানিয়েছেন পুরনো কার্ডের রেশন দেওয়া হচ্ছে তাদের। পুরনো কার্ড জমা দেওয়ার জন্য বলা হয়েছে উপভোক্তাদের। অসত্য অভিযোগ তোলা হচ্ছে তার বিরুদ্ধে।

আষারু গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী মুন্ডা জানিয়েছেন সাধারণ মানুষ রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে। যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে খাদ্য দপ্তরের কাছে ডিলার এর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবো। খাদ্য সুরক্ষা সঠিকভাবে পরিচালনা করতে অনুরোধ জানাবো।