অবতক খবর,২৭ এপ্রিল: প্রচণ্ড গরমে বি পজেটিভ গ্রুপের রক্তের সংকট দেখা দিতে পারে হাসপাতালে, এমন আশঙ্কা থেকেই তড়িঘড়ি রক্তদান শিবিরের আয়োজন করল বনগাঁ মহাকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। বি পজেটিভ গ্রুপের রক্ত সংকট যাতে তীব্র আকার ধারণ না করে এবং রক্তের প্রয়োজনে কাউকে হয়রানি না হতে হয় সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে হাসপাতাল স্টকে থাকা মোট রক্তের ৩০% বি পজেটিভ রক্ত থাকা উচিত। কিন্তু বনগাঁ মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে বি পজেটিভ রক্তের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম রয়েছে। বর্তমানে মোট রক্তের ১০% বি পজিটিভ রক্ত রয়েছে।
যে পরিমাণ বি পজেটিভ রক্ত প্রতিদিন হাসপাতালের স্টক থেকে বেরিয়ে যাচ্ছে সেই পরিমান বি পজেটিভ গ্রুপের রক্ত রক্তদান শিবির থেকে আসছে না। হাসপাতাল কতৃপক্ষ আশঙ্কা করছেন যে কোনও মুহূর্তে রক্ত সংকট দেখা যেতে পারে তাই শুধুমাত্র স্পেসিফিক বি পজেটিভ গ্রুপের রক্তদাতাদের জন্যই এই আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় বনগাঁ হাসপাতালে।