অবতক খবর,২৭ এপ্রিল: দেখে কি মনে হচ্ছে? বসন্ত উৎসব! না,এটা বসন্ত উৎসবের ছবি নয়।

আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। আর তাই অভিভাবকরা আজ নিজেদের মধ্যে আবীর খেলে পালন করলেন বসন্ত উৎসব। এমনই ছবি ধরা পড়ল কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস্ হাই স্কুলের সামনে।‌

তাদের বক্তব্য যে, পরীক্ষার কারণে আমরা উৎসবে মেতে উঠতে পারিনি। কিন্তু আজ যেহেতু পরীক্ষা শেষ সেই কারণে আমরা এই আনন্দ উৎসবে মেতে উঠেছি।‌আজই আমাদের আসল বসন্ত উৎসব। প্রায় আড়াই বছর পর আমাদের সন্তানরা স্কুলে পরীক্ষা দিতে এসেছে, আমরা অভিভাবকরা এক জায়গায় সম্মিলিত হয়েছি। অন্যদিকে যে দিন গুলো আমরা একসাথে কাটিয়েছি, আজকের পর আর সেগুলো পাবো না। সুতরাং সেগুলি স্মৃতি হয়ে থাকবে চিরকাল। সেই কারণে আজকের এই দিনটিকে আরো স্মরণীয় করে তুলতে আমরা মেতে উঠেছি আনন্দে।

তবে আজ শুধু ছাত্রী এবং অভিভাবিকারাই নন, তাদের সাথে আনন্দে মেতে উঠলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা সিং। আবির খেলার পাশাপাশি তিনি তাদের মিষ্টিমুখ করালেন।

তিনি বলেন, এতদিন পরীক্ষা চলাকালীন সময়ে আমরা প্রতি মুহূর্তে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের পাশে ছিলাম। তাদের কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই দিকটি দেখার যথাসাধ্য চেষ্টা আমরা পড়েছি।

এদিকে কাউন্সিলর ঝুম্পা সিং এর এইরকম পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি অভিভাবকরা।