অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল আজ এক শিশুর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ গতকাল প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রসূতি , হাসপাতালে ডিউটিরত সেলিনা রহমান নামে এক মহিলা ডাক্তারের নিকট ভর্তি হন। ভর্তি হওয়ার পর রুগীর ওষুধপত্রর কি ভাবে কখন খাবে ,সে ব্যাপারে নার্সদের কাছে জানতে চাইলে নার্সরা কোন কিছু বলতে চান না।

আজ যখন তাকে , ওটিতে নিয়ে যাওয়া হয়। তখন প্রসূতির বাচ্চা প্রসব হতে গিয়ে বাচ্চার ডান হাত বাইরে বেরিয়ে থেকে যায়।সে সময় তার কাছে কোনো ডাক্তার ছিলেন না। ডাক্তারের গাফিলতির অভাবে বাচ্চাটি মারা যায়।

এ ব্যাপারে ডিউটিরত ডক্টর সেলিনা রহমানকে জিজ্ঞাসা করলে , কোন উত্তর দিতে অস্বীকার করেন। তিনি তখন ওটিতে ছিলেন না। তিনি ডিউটি থাকা অবস্থায় ছিলেন না বলেই ,বাচ্চাটি মারা যায় বলে পরিবারের অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ অবিলম্বে এখান থেকে ডাক্তার সেরিনা রহমান কে বদলি করতে হবে , নচেৎ এলাকাবাসী হাসপাতালে বিক্ষোভ দেখাবেন।