অবতক খবর,২০ অক্টোবর: কাঁচরাপাড়া রজনী বাবু রোডস্থিত বলাকা সংস্থা উল্লেখযোগ্য শারদ উৎসবের জন্য পরিচিতি পেয়ে গিয়েছে। তাদের প্রতিমায় প্রতি বছরই শিল্প সৌকর্যের প্রাধান্য থাকে। গিরিবালাকে প্রতিবারই তারা বিভিন্ন আঙ্গিকে রূপদান করেন।

এই সংস্থাটির বৈশিষ্ট্য এরা নিজেদেরই দেয় অর্থের দ্বারা এই পুজোর আয়োজন করে থাকেন এবং এই পুজোটি ওই অঞ্চলের বারোয়ারি উৎসব হিসেবেই পরিচিতি লাভ করেছে। পাড়ার সমস্ত সুধীজন নারী পুরুষরা এই পুজোকে সহযোগিতা করে থাকেন বিভিন্নভাবে।

তাদের পুজোর এবারের বিশেষ উদ্যোগ এই করোনাকালে মানুষের পাশে দাঁড়ানো। এবছর তারা ১৫০ মানুষের মধ্যে পোষাক এবং শাড়ি বিতরণ করেন। আজ মহা চতুর্থীতে তারা অঙ্গনওয়াড়ি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে পোশাক-পরিচ্ছদ বিতরণ করেন।

পরবর্তীতে আরো দুদিন তারা ক্রমান্বয়ে অন্যান্য পোশাক এবং শাড়ি বিতরণ করবেন। ‌