অবতক খবর,১৪ এপ্রিল,মলয় দে,নদীয়া:- আজ নদীয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত কন্দোখোলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপুর ব্লক st.sc.obc সেলের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। যেখানে তার জীবন শৈলী কর্মকাণ্ড এবং শোষিত নিপীড়িত সমাজের জন্য তাঁর বিভিন্ন ভূমিকা নিয়ে। উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, জেলা পরিষদ সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক, st.sc.obc সেলের শান্তিপুর ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ সুব্রত সরকার, বাবলা পঞ্চায়েত প্রধান উন্নতি সরদার, শান্তিপুর ব্লক আইএনটিটিইউসি সভাপতি সৌমেন্দ্র নারায়ন দাস সহ বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি।

আজ প্রায় 56 জনকে জাতিগত শংসাপত্র প্রদান করা হয়, আলোচিত হয় আগামীতে দুয়ারে সরকার এ আবেদনের রীতিনীতি পদ্ধতি সম্পর্কে। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শোনান অস্পৃশ্যতা দূরীকরণে শ্রী চৈতন্য দেবে পুরীর রথ টান সকলের জন্য প্রয়াস। বি আর আম্বেদকরের এর নানান কষ্টসহিষ্ণু জীবন এবং দূরদর্শিতা প্রসঙ্গে নানান কথা। এসটি এসসি ওবিসি সেলের ব্লক সভাপতি বলেন, প্রায় প্রতিটি গ্রামে এ ধরনের অনুষ্ঠান মাঝেমধ্যে করে থাকা হয়, তবে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ভারতরত্ন সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে।