অবতক খবর, বাঁকুড়াঃ সোমবার রাতে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর অবশেষে ঠিকা শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় অচলাবস্থা কাটল মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে। ঠিকা শ্রমিকদের দাবি দাওয়া গুলি আগামী তিন মাসের মধ্যে পূরণের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেয় আন্দোলনকারী ঠিকা শ্রমিকরা।

ঠিকা শ্রমিকদের হাউস রেন্ট , বোনাস , বিভিন্ন ধরনের ভাতা ও ছুটি সংক্রান্ত একাধিক সুবিধা ২০১৭ সাল থেকে বন্ধ করে দিয়েছে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বরাত পাওয়া ঠিকাদার সংস্থাগুলি । বিদ্যুৎ কেন্দ্রের অচলাবস্থা কাটাতে সোমবার রাতে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ আধিকারিকরা । গভীর রাত পর্যন্ত ম্যারাথন বৈঠক চলার পর তিন মাসের মধ্যে ঠিকা শ্রমিকদের দাবি পূরণের লিখিত আশ্বাস দেয় মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রত্যাহার করে নেওয়া হয় আন্দোলন । মঙ্গলবার সকাল থেকে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ভাবে কাজে যোগ দিতে শুরু করেন ঠিকা শ্রমিকরা ।