অবতক খবর,৮ এপ্রিল,মলয় দে,নদীয়া:– বাসন্তী পুজোর আজ মহাসপ্তমী। আগামীকাল অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজিত হন। শান্তিপুর গোপালপুরের মৃৎশিল্পী সৌরভ সাহা এবছরই প্রথম সুদূর বালিগঞ্জ তাকে একটি অর্ডার পান। দেবীকে পৌঁছে দিয়ে আসতে, শিল্পী প্রখর রোদ এড়িয়ে সন্ধ্যায় রওনা দেন শান্তিপুর থেকে শিয়ালদার উদ্দেশ্যে। তিনি বলেন পুজোর স্থান জানা না থাকলেও অর্ডার দাতা অভিজিৎ পালের সাথে ফোনে যোগাযোগ হয়েছে তিনি শিয়ালদা দেবী প্রতিমা তুলে নেবেন অপর একটি ট্রেনে।

অন্নপূর্ণা পুজো কালি ও জগদ্ধাত্রী পূজার মত তান্ত্রিক পুজো। কৃষ্ণানন্দ রচিত তন্ত্রসার গ্রন্থে এই পূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। কাশিতে একটি অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে, সেখানে পূজা উপলক্ষে অন্নকূট উৎসব প্রসিদ্ধ। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পূজা হলেও নবদ্বীপ ধাম এর রাস পূর্ণিমা তিথিতে বউবাজার বারোয়ারিতে এবং শান্তিপুরে বড়বাজার স্বর্ণ শিল্পী ও ব্যবসায়ীদের আয়োজনে এই পুজো হয়ে থাকে। দক্ষিণা মূর্তি সংহিতা গ্রন্থে চতুর্ভূজা এবং পদ্ম অভয় অঙ্কুশ দানহস্তা অন্নপূর্ণার বিবরণ রয়েছে। দেবী পার্বতী ভিক্ষারত ক্ষুধার্ত শিব কে অন্ন প্রদান করে এই নাম প্রাপ্ত হয়েছেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণা পুজো করলে গৃহে অন্নাভাব থাকে না।