অবতক খবর,১০ সেপ্টেম্বর: কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপে যে ট্রেন সেই ট্রেনের রং করার ঠিকেদারি নিয়েছিলেন সমীর সাহা। তার অধীনে কাজ করতেন মজুর রং মিস্ত্রি সঞ্জীব গিরি(২৬)। তিনি গতকাল কাঁচরাপাড়া কারখানার ভেতরে যে ট্রেন সেই ট্রেনের ছাদে রং করছিলেন। হঠাৎ করে পা পিছলে তিনি পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন। তাকে তড়িঘড়ি কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ তার মৃত্যু হয়।

প্রশ্ন উঠেছে, যেহেতু রেলের বিভাগে তিনি ট্রেনের কাজ করছিলেন, তাকে সরাসরি রেল হাসপাতালে না নিয়ে তাকে কেন জেএনএম হাসপাতালে নেওয়া হল? তাহলে তার চিকিৎসা দ্রুত হতো বলে তার সহকর্মীরা মনে করছেন। দেখা যাচ্ছে, ঠিকাদাররা যে সমস্ত শ্রমিকদের কাজ করাচ্ছেন তাদের কোন নিরাপত্তা নেই। তাদের প্রতি মুহূর্তে কাজে জীবন সংশয়!অত উঁচুতে উঠে ট্রেনের রং করছিলেন সঞ্জীব গিরি, কিন্তু তার নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছিল এ ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি ঠিকাদার সমীর সাহা।