অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়া :      বৃহস্পতিবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রর্দশন করেন । তাঁদের অভিযোগ যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে তা অজস্র ভুলে ভরা ।

ছাত্রদের অভিযোগ যে বহু ছাত্রের নাম্বার কম এসেছে যদিও তারা খুব ভালো পরীক্ষা দিয়েছিল । আবার এমনও বহু ছাত্র আছে যারা নিজেরাই জানে সে ভালো পরীক্ষা দেয় নি অথচ সে আশাতীত ভাল নাম্বার পেয়েছে । ছাত্র ছাত্রীদের অভিযোগ যে তারা আর বিশ্ববিদ্যালয়ের রিভিউ সিস্টেমের ওপর ভরসা রাখতে পারছেন না । এছাড়া এই করোনা কালে সকল ছাত্রের পক্ষে রিভিউ করার অর্থ দেওয়ার সামর্থ্য নেই । তাই তাঁদের দাবি যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজে সমস্ত রকম ফিস মকুব করতে হবে ।

রিভিউ করার জন্য কোনো অর্থ নেওয়া চলবে না । ছাত্র ছাত্রীদের সাফ কথা যতদিন তাদের এই সমস্ত দাবি পূরণ না হচ্ছে তাদের আন্দোলন অব্যাহত থাকবে ।