সংবাদ মূলত কাব্য

টেট ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল রবিবার ১১ ডিসেম্বর ২০২২

টেট শাঁখা পলা এবং মেটাল ডিটেক্টর
তমাল সাহা

শীতের প্রহরে টেট সমাপ্ত হলে মনে হয়
টেটও মেনে চলে সংবিধান।
পাঁচ বছর পর টেট হল আজ
ভারতীয় গণতন্ত্রে যেমন পাঁচ বছর পর পর
মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট প্রদান।

নকল এড়াতে জুতো জামা শাড়ি ঘড়ি কলম পরীক্ষা
ক্রমশ উন্নয়নের পথে বঙ্গীয় শিক্ষা।
গাছের শাখায় ঝোলে মহিলা পরীক্ষার্থীর শাঁখা-পলা।
মেটাল ডিটেক্টর অতি সক্রিয়, ক্রিয়াশীল নজরদারির পালা।

মেটাল ডিটেক্টরে কি নেতা-মন্ত্রী-পর্ষদের কামাইবাজি ধরা যায়?
নিয়োগের আগে পরীক্ষার্থীকে উত্তীর্ণ হতে হবে এতো সব কঠিন কঠোর পরীক্ষায়!
বিগত টেটের সফল পরীক্ষার্থীরা এখনো বসে আছে রাস্তায়!

তাহলে অতীত বছরগুলিতে নিশ্চিত দুর্নীতি হয়েছিল, এ কী তার সরকারি স্বীকৃতি!
মেটাল ডিটেক্টর কি নির্ণয় করতে পারে
কারা প্রজন্মের ভবিষ্যতে অন্ধকার নামায় কারা আসল দুষ্কৃতী?

মেটাল ডিটেক্টর বলতে পারে কি
ওএমআর শীটে অযোগ্যদের অবস্থান কোথায় ছিল?
আগ্রাসী ঝড় দুর্বিনীত হলে
আসল মেঘ কোন দিগন্তে সঞ্চিত হয়
কারা কারা কামাইয়ের অর্থবৃষ্টিতে ভিজেছিল?