তিনি জনগণের মন্ত্রী, তিনি জনগণের শাসক। তিনি কি ধর্মীয় বিভাজনে মুনাফা লুটতে সেদিন ফেজ টুপি পরে গিয়েছিলেন হাওড়ার আমতায়!

টুপি-২
তমাল সাহা

খুন হয়েছে তো মানুষ, নয় তো মুসলমান! তবে তুমি দিচ্ছ কেন দেগে, এতো মানবতার অপমান!
তোমার তো শুভবুদ্ধি, তুমি যাচ্ছ কোথায়? হিন্দু না মুসলমান, না মানুষের পাড়ায়!
কেন তবে তোমার মাথায় ওই ফেজ টুপি? তুমি তো শাসক, নও পোশাকি বহুরূপী?

ধর্ম নিয়ে এ কোন তোমার সওদা! মানুষ যদি মানব হয় লুটবে তুমি কোন ফয়দা?
তুমি বলো মুসলমান মরেছে, আমি দেখি মানব। সে তো একই কথা, কেউ বলে লাশ, কেউ বলে মড়া, কেউ বলে শব।
টুপি পরে হিজাব পরে সমব্যথী হতে পারবে কি তুমি? হোক না সে আমতা বা আমডাঙা, হোক না বিটুই!
ধর্ম কোথায়? মানুষই তো করল তোমাকে তাড়া! মানুষ দেখে সান্ত্রী ডরায়
তুমি হলে পাড়াছাড়া।

উন্মাদ! কি বলবে তুমি মানুষকে? কুকুর! হায়েনা!
মুরোদ যদি থাকে গালি কেন ভাগলে কেন, মুখোমুখি আয় না!