অবতক খবর,২৫ অক্টোবর,আন্দুল: হাওড়া জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিডিও’র তত্ত্বাবধানে জোরকদমে চলছে পরিচ্ছন্নতা ও সাফাই অভিযান কর্মসূচি।

মঙ্গলবার সকালে ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের ভেক্টর কন্ট্রোল টিমের স্বাস্থ্য কর্মীরা সাফাইকর্মীরা রাজারবাগান এলাকায় ঝোপ জঞ্জাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভিতরে নর্দমা নালা খন্দে মশা নিধনে মশা মারার তেল স্প্রে করে সাফাইকর্মীরা।বাসিন্দাদের সচেতন করেন ডেঙ্গি রোধে সর্তকতা অবলম্বনে বিধি নিষেধ মেনে সুস্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ দেন।