অবতক খবর,২৪ অক্টোবর: পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন বাড়ছে। রবিবার ঝাড়গ্রামে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৯ টাকা ২৬ পয়সা এবং ডিজেলের দাম ১০০ টাকা ৪৮ পয়সা। যার ফলে চিন্তার ভাঁজ কপালে পড়েছে সাধারণ মানুষের ।রবিবার সকালে পেট্রোল পাম্পে গিয়ে ডিজেল কিনতে গিয়ে দেখে ১০০ পার হয়ে গিয়েছে।যেভাবে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে তাতে সমস্ত জিনিসের দাম আরো বাড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের।

তাই কিভাবে সংসার চালাবে তা নিয়ে চিন্তায় পড়েছেন সর্বস্তরের খেটে খাওয়া দরিদ্র মানুষেরা। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষের অবস্থা একেবারে খারাপ। পেট্রোলও ডিজেল এর মূল্যবৃদ্ধির ফলে অন্যান্য জিনিসের দাম বাড়ছে। কিন্তু কেন্দ্র সরকার পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ বলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। তবে এভাবে যদি পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে থাকে তাহলে আগামী কয়েকদিনে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ ।

যেমন একদিকে বৃষ্টির ফলে সবজি চাষ নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে সবজি বাজারে এখন আগুন। সবজি কিনতে গিয়ে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। ঠিক সেই সময় প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় হতাশ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তাই কিভাবে আগামীদিনে সংসার কি ভাবে চালাবেন তা নিয়ে তারা চিন্তায় পড়েছেন।