অবতক খবর,২৪ অক্টোবর,বাঁকুড়া:- বাঁকুড়া জেলার বিভিন্ন রাস্তা। এরমধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্থ হয়েছে বাঁকুড়ার লোকপুর থেকে রাজগ্রাম যাওয়ার রাস্তা। এই রাস্তার বিভিন্ন জায়গা জলের তোড়ে ভেঙে গেছে। রাস্তার বিভিন্ন জায়গা বিপজ্জনক ভাবে ভেঙে তৈরী হয়েছে মরণফাঁদ। নিম্নচাপের জের কাটার পর কোথাও তাপ্পি দিয়ে সেই রাস্তা কিছুটা অস্থায়ী ভাবে চলাচলের যোগ্য করা হয়েছে তো কোথাও সেটুকুও হয়নি। বাঁকুড়ার লোকপুরের কাছে রাস্তার একাংশ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। বাকি অংশটুকুও ঝুলছে বিপজ্জনক ভাবে। আর সেই বিপজ্জনক অংশ দিয়েই চলছে যাতায়াত। ভাঙা রাস্তার অংশে শুধুমাত্র একটি পাইপ ফেলে রেখেই দায় সেরেছে প্রশাসন।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাঁকুড়া সদর শহর ও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে যাতায়াতের অন্যতম প্রধান সড়কের উপর এই মরনফাঁদ তৈরী হওয়ায় যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কার প্রহর গুনছেন যাতায়াতাকারী মানুষ থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। বাঁকুড়া পুরসভা ওই রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছে। তবে পুর কর্তৃপক্ষের দাবি দ্রুত রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।