নরেশ ভকত :: অবতক খবর ::বাঁকুড়া ::    বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জগন্নাথপুর, ময়নাপুর,ও উত্তরবাড়ি অঞ্চলের বিজেপির বুথ সভাপতি ও সম্পাদক সহ ৫২ টি পরিবারের প্রায় ২৫০ জন, বিজেপির বুথ সভাপতি বাপ্পাদিত্য ঘোষ এর নেতৃত্বে এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরার হাতধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

বিজেপির বুথ সভাপতি বাপ্পাদিত্য ঘোষ বলেন, জয়পুর ব্লকে বিজেপি নেতৃত্বের কোন ভুমিকা নেই। বিশ্বে জুড়ে লকডাউন চলছে। লকডাউনের ফলে সাধারণ মানুষ তাদের রুজি রোজগার করতে পারছেনা মানুষ ঘর বন্দী অবস্থায় আছে। গরীব অসহায় মানুষ খাবারের জন্য হাহাকার করছে। এমন অবস্থায় তৃনমূলের কর্মী সমর্থকরা এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগাদান করেছি।

মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বহুদিন থেকেই বিজেপির বুথ সভাপতি বাপ্পাদিত্য ঘোষের নেতৃত্বে ৫২টি পরিবার আমাদের কাছে তৃণমূল কংগ্রেসে যোগদানের আবেদন জানিয়ে ছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়াদিয়ে আজ তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হলো। জয়পুর ব্লকের দলীয় কার্যালয়ে যোগদান করলাম।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্যামল সাঁতরা,জয়পুর ব্লক তৃনমূল কংগ্রেসর ইয়ামিন সেখ,জয়পুর ব্লক তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য জাকির খাঁ।জয়পুর ব্লক তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য ও জয়পুর ব্লক তৃনমূল কংগ্রেসের কিষাণ ক্ষেতমজুর সমিতির সভাপতি দিলীপ কুমার খাঁ,জয়পুর ব্লক তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বাবর আলী কোটাল।