নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::      সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনা আতঙ্কের ফলে চলছে লকডাউন মানুষ ঘরবন্দী সেই পরিস্থিতিতে পাত্রসায়ের ব্লকের পান্ডুয়া গ্রামের বাসিন্দা জীবন মল্লিক একখানি কবিতা লেখেন কবিতার নাম “করোনা মহামারী”। এবং সেই কবিতা আবৃত্তি করে শোনায় পাশের বাড়ির বছর দশেকের নীলাঞ্জনা সেন।

জীবন মল্লিক এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন করোনা যে মহামারীর রুপ নিয়েছে এবং এই মহামারী পরিস্থিতি আমাদের কি পর্যায়ে নিয়ে এসেছে। আমরা এই মহামারী পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করবো,তা কবিতার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে সতর্কতা বার্তা প্রদান করেছেন।

জীবন মল্লিক এই অবস্থায় বর্ধমান ইউনিভার্সিটি ইতিহাস (এম .এ ) প্রথম বর্ষের ছাত্র। বাবা নাম রয়সন মল্লিক পেশায় চাষী। জীবন এই কবিতার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে সতর্কতা বার্তা প্রদান করতে পেরে নিজেকে খুব গর্ভিত বলে মনে করছেন।এবং ছোট্ট মেয়ে নীলাঞ্জনা সেন। সে পান্ডুয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। কবিতা আবৃত্তি করে শুনিয়ে গ্রামের মানুষের কাছে করোনা ঠেকাতে সচেতনতা বার্তা প্রদান করেন।