অবতক খবর,২ এপ্রিল: জ্বালানির দাম বাড়া মানেই পরিবহনের খরচ বাড়া। তার উপর অনেকটাই নির্ভর করে আছে বাজারে আনা পণ্যের খরচ। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হুড়হুড়িয়ে। দাম বাড়ছে চাল, ডাল, মাছ, সবজি, সবকিছুরই । বেশ চড়া দাম প্রত্যেক বাজারেই। ক্রেতাদের আশঙ্কা, লাগাতার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। অদূর ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলেই ধারণা অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষের।

  • খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা।
  •  সর্ষের তেল লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।
  • সাদা তেলের দাম লিটারে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।
  • মুরগির মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা দরে