অবতক খবর :: হক জাফর ইমাম,মালদা: জ্বর, সর্দি-কাশি নিয়ে ৪ জন রোগী মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় শনিবার সকালে। এদের ব্লাড পরীক্ষার জন্য পাঠানো হয়।এরা চারজন কেরলে শ্রমিকের কাজ করতো।

সেখান থেকে বাড়ি ফিরে আসার পর তারা জ্বরাক্রান্ত হন। তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।যে ৪জন চিকিৎসাধীন এরা মালদার বাসিন্দা। কাজ করতে কেরলে গিয়েছিল। এদের বাড়ি ১)শোভানগর থানা-ইংলিশ বাজার থানা ২)কাহালা(রতুয়া থানা)
৩/সাগর দিঘি
থানা-ইংলিশ বাজার এবং
৪/থানা চাঁচল।
মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এমএসভিপি অমিত দাঁ জানিয়েছেন, যারা জ্বর, সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রোগীদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।