অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। কিন্তু করোনা আবহে সবাই ধরেই নিয়েছিল পুজো কেমন ভাবে হবে। লকডাউন উঠতেই বহরমপুরের বেশকিছু ক্লাব প্রতিমা তৈরির অর্ডার দিয়েছেন মৃৎশিল্পীদের। মৃৎশিল্পীরা জানালেন , এই কিছুদিন হলো কিছু প্রতিমা তৈরির কাজ পাওয়া গেছে।

তবে প্রতিমার উচ্চতা তেমন বড় নয়। মৃৎশিল্পীরা ভেবেছিলেন হয়তো এ বছর তারা প্রতিমা তৈরি অর্ডার পাবেন না কিন্তু শেষ মুহূর্তে অল্প হলেও হাসি ফুটেছে তাদের মুখে। কিন্তু প্রতিমা তৈরীতে খড়,দরি,বাঁশ, রং এসবের দাম করোণা জন্য অনেক বেশি হয়ে গেছে তাই তেমন কোনো লাভ হবে না প্রতিমা তৈরি করে, অল্প সামান্য লাভ এবছর খুশি থাকতে হবে মৃৎশিল্পী দে র।