অবতক খবর,নিজস্ব প্রতিনিধি,১০অগাস্ট:: ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর ব্লকের কোম্পানি ছাড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে জোয়ারের নদীর জল বেড়ে সুইস গেট উপচে জল ঢুকতে শুরু করে এলাকায়। আতঙ্কে গ্রামবাসীরা সারারাত্রি নদী বাঁধে পাহারা দেয়।

আজ ভাটা পড়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি নিজেরাই হাত লাগিয়ে বাঁধের উপর মাটি দেওয়ার কাজ শুরু করেন। কারণ, বিকাল তিনটের দিকেই রয়েছে জোয়ার তার ফলে আবারো জল ঢোকার আশঙ্কা রয়েছে। গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও এলাকাবাসীর সঙ্গে মাটি দিতে হাত লাগিয়েছেন।